বৃহস্পতিবার ঃঃ ০৩.০৮.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে ৪৬ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা স্টেডিয়ামে ফুটবল খেলায় আলীনগর স্কুল এন্ড কলেজ টাইব্রেকারে ৩-১ গোলে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা-আইসিটি এরশাদ হোসেন খাঁন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফের সভাপতিতে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আখতারুজ্জামান রেজা তালুকদার, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুল হান্নানসহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।