চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ।

সোমবার:: ১২.১২.২০১৬
চাঁপাইনবাবগঞ্জে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া শেষ হয়েছে। আজ দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ উপলক্ষে সকাল থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছিলো প্রার্থীদের সরব উপস্থিতি। শুরুতেই চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। পর্যায়ক্রমে প্রতিদ্বন্দ্বী পুরুষ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। একই প্রতীকের একাধিক প্রার্থীর ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নিজেদের প্রতীক নিয়ে আজ থেকেই প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। এদিকে আচরণ বিধি অনুযায়ী প্রার্থীদের প্রচারণা চালানোর আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তারা। জেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী মইনুদ্দীন মন্ডল জীপ গাড়ি প্রতীকে, আব্দুল ওয়াহেদ তালগাছ প্রতীকে, জিয়াউর রহমান তোতা চশমা প্রতীকে, খুরশিদ আলম বাচ্চু আনারস প্রতীকে ও আলাউদ্দিন টিপু মোটর সাইকেল প্রতীকে মোট ৫ জন , পুরুষ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন নির্বাচন কমিশন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …