বৃহস্পতিবার :: ২৮.১১.২০১৯।।
জেলা জজ আদালতের বিনষ্টযোগ্য প্রায় ১০ হাজার নথি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ জেলা জজ আদালত প্রাঙ্গনে নথিগুলোতে আগুন জ্বেলে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা। এসময় চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা জজ শওকত আলী, পাবলিক প্রসিকিউটর জোবদুল হকসহ অন্যান্য বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা কাফিল আখতার জানান, ১৯৮৪ সালের ১ সেপ্টেম্বরে জেলা জজ আদালত সৃষ্টি হওয়ার পর থেকে ২০০৪ সাল পর্যন্ত দেওয়ানি নিয়ম ও আদেশ মোতাবেক দেওয়ানি মামলার বিনষ্টযোগ্য প্রায় ১০ নথি পুড়িয়ে ধ্বংস করা হয়।