
চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে মনের জানালা কর্নার। যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেয়া হবে।
রবিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনায় সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ এই তথ্য জানান।
তিনি বলেন, মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও সাধারণ ডাক্তার ও নার্সদের এ রোগ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারাই এ রোগের চিকিৎসা দেবেন। যন্ত্রপাতি পেলেই মনের জানালা কর্নারে প্রয়োজনে টেলি মেডিসিনের মাধ্যমেও চিকিৎসা সেবা দেয়া হবে।
ভারতের মানসিক রোগ সম্পর্কে প্রচারণার ধরন উল্লেখ করে সিভিল সার্জন বলেন- আমরা সেদিকেই এগোচ্ছি যখন কমিউনিটি পর্যায়ে প্রয়োজনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানসিক রোগী খুঁজে বের করে চিকিৎসা সেবার আওতায় আনা হবে।
আলোচনা সভায় সিভিল সার্জন সভাপতিত্ব করেন।
জাতীয় মানসিক স্বাস্থ্য বিভাগের কমকর্তা আশরাফুজ্জামান শাহীন তার মাল্টিমিডিয়া উপস্থাপনপায় চাঁপাইনবাবগঞ্জ জেলার আত্মহত্যায় উদ্যত হওয়াদের একটি পরিসংখ্যান তুলে ধরেন। পরিসংখ্যানে বলা হয়, গত এক মাসে ভোলাহাট উপজেলায় ২৪ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১৪ জন, গোমস্তাপুরে ৫৪ জন, নাচোলে ৩১ জন ও শিবগঞ্জে ১০৫ জনকে পাওয়া যায়, যারা আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।
সভায় আরো বক্তব্য দেন- ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজসহ অন্যরা।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাসুম আরো একটি মাল্টিমিডিয়া উপস্থাপনায় মাসনিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন।
আলোচনা সভায় চিকিৎসক, স্বাস্থ্য কর্মকর্তা, নার্স, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।