চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা সমবায় অফিস শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে জেলা সমবায় অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। সমবায়ীদের মধ্যে তরিকুল ইসলাম, লেনিন প্রামানিক, আবুল সালেহ আল হাম্মাদসহ অন্যরা। সূচনা বক্তব্য দেনÑ জেলা সমবায় অফিসার আকরাম হোসেন। পরে সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শিবগঞ্জ : জেলার শিবগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেনÑ উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ। অনুষ্ঠাবে সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর : গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেনÑ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেনÑ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি মনসুর আলী, ফুলবাড়ী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধ আসগার আলী।
নাচোল: নাচলে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সমবায় অফিসের সহকারী পরিদর্শক শফিকুল আলম। এছাড়া অন্যান্য মধ্যে বক্তব্য দেন উদ্যোক্তা রেজাউল করিম, খাইরুল ইসলাম ও রুপালি খাতুন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।