
বিনিয়োগে অগ্রাধিকার-কন্যাশিশুর অধিকার, এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কন্যাশিশু বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরার পাশাপাশি জেলা প্রশাসকের বাস্তবায়নাধীন পদক্ষেপগুলো তুলে ধরেন জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা সফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সম্বয়কারী মোমেনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কিশোর কিশোরী ক্লাবের তৌফিকা আক্তার ও বারঘরিয়া কিশোর কিশোরী ক্লাবের স্মৃতি রানী পাল। বক্তারা কন্যাশিশুদের অবহেলা করে বাল্যবিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট না করে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার আহ্বান জানান। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।
এদিকে, গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন তাসনিম তানহা ও সিফাত আরাসহ অন্যরা।