শুক্রবার :: ০৩.০১.২০২০।
‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’-প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জীবন ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘চ্যানেল আই প্রকৃতি মেলা-২০২০’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের নিউ মার্কেট এলাকা থেকে বের হওয়া র্যালীটি শহর প্রদক্ষিণ করে। এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান, জেলা গার্ল গাইড সম্পাদিকা গৌরী চন্দ সীতু, চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, কবি এনামুল হক তুফান, জেলা প্রেসক্লাব সভাপতি জাফরুল আলম ,চ্যানেল আই সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু, এড.মিজানুর রহমান, এড.আবুল কাশেম, আনিসুর রহমান, মফিজুর রহমান জামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।