রবিবার ঃঃ ১৮.০৬.২০১৭
কেন্দ্রীয কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আজ সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন-“চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে গত ২৮ মে বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের জরুরি সভায় নতুন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ৪৫ টি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ রেখে সকাল থেকে ২৪ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …