সোমবার ঃঃ ১৩.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে চরবাগডাঙ্গা ইউনিয়নে বাকের আলীতে গবাদি প্রাণি শুল্ক করিডোর উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে এই করিডোরের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ এমপি। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কাস্টমস-এর এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট বিভাগের কমিশনার মোয়াজ্জেম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম, রাজশাহী কামস্টমস-এর এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট বিভাগের ডেপুটি কমিশনার রুহুল আমিনসহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য দেন, চারবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদ রানা টিপু।