
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এবার জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে ৫-১৬ বছর বয়সী ৪ লাখ ৩২ হাজার শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিরর্ধারণ করা হয়েছে। আজ সকালে জেলা শহরের কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে কর্মূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। এসময় সিভিল সার্জন ডা. এস এম মাহমুর রশিদ, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক খালেদা আখতার কাকলি, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলক ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামশুন নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেছেন, বাল্যবিয়ে রোধে প্রয়োজনে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বিগ্রেড তৈরি করা যায়। বিগ্রেডে থাকা মেয়েরা বিদ্যালয়সহ আশপাশের বাল্যবিয়ের খবর পেলেই সেখানে যাবে এবং প্রতিহত করবে। এছাড়া মাদক, সন্ত্রাস জিঙ্গবাদ প্রতিরোধেরও আহ্বান জানান তিনি। এসময় তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন।
সিভিল সার্জন ডা. এস এম মাহমুর রশিদ কৃমিজনিত রোগের বিভিন্ন দিক তুলে ধরে বলেন-কৃমি হচ্ছে পরজীবী প্রাণি। মানুষের শরীরে কৃমি থাকলে অ্যাপেন্টিসাইটিসসহ অন্যান্য রোগের পাশাপাশি পুষ্টির ঘাটতি সৃষ্টি হয়। পরিবারের সবাইকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন তিনি।