চাঁপাইনবাবগঞ্জে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগে নবারুণ সংঘ ও আলীনগরের জয়।

রবিবার::১২.০২.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগ প্রতিযোগিতার খেলায় জয় পেয়েছে নবারুণ সংঘ। আজ তারা ২৪-১২ গোলে ত্রিবেণী সেবা সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে উলে¬খযোগ্য গোলদাতারা হলেন সাইফ ১১টি, আকাশ ৮টি এবং বিজিত দলের পক্ষে আরাফাত ৬টি, ফয়সাল ৪টি গোল করে। অপর খেলায় আলীনগর ক্লাব ১৬-৮ গোলে বাংগাবাড়ী ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে উলে¬খযোগ্য গোলদাতারা হলো মুক্তারুল ১০টি, ইসমাইল ৪টি এবং বিজিত দলের পক্ষে আলামিন ৪, সোহান ৩টি গোল করে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …