শুক্রবার ঃঃ ১০.০২.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগ প্রতিযোগিতায় আজকের খেলায় জয় পেয়েছে প্রগতি খেলাঘর। তারা ১১ বাই ৬ গোলে মসজিদ পাড়া অগ্রনী সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা হলেন শাওন ৪টি, আলামিন ৩টি এবং বিজিত দলের পক্ষে আবুল ও বাতেন প্রত্যেকে ২টি করে গোল করে। অপর খেলায় নবারুণ সংঘ ১৪ বাই ৫ গোলে বাঙ্গাবাড়ী ফুটবলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা হলো সাইফ ৭টি, আকাশ ৪টি এবং বিজিত দলের পক্ষে আমিন ২টি, সাহেব, রাহাত, মুহিন প্রত্যেকে ১টি করে গোল করে।