মঙ্গলবার::০৭.০২.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগ প্রতিযোগিতার খেলায় জয় পেয়েছে জেলা শরীরচর্চ কেন্দ্র। আজ তারা ৭-৩ গোলে প্রভাতি সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে নাইম ৪টি ও মামুন ৩টি এবং বিজীত দলের পক্ষে জামরুল ২টি ও রাজু ১টি গোল করে। অপর খেলায় মসজিদপাড়া অগ্রণী সংঘ ১৫-১০ গোলে চরজোতপ্রতাপ উদয় সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা হল সোহেল ও আবুল ৪টি এবং বিজীত দলের পক্ষে জামিলুর ৪টি, সোহেল ৩টি গোল করে।