চাঁপাইনবাবগঞ্জে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগে শরীরচর্চা কেন্দ্র ও মসজিদপাড়ার জয়।

মঙ্গলবার::০৭.০২.২০১৭

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগ প্রতিযোগিতার খেলায় জয় পেয়েছে জেলা শরীরচর্চ কেন্দ্র। আজ তারা ৭-৩ গোলে প্রভাতি সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে নাইম ৪টি ও মামুন ৩টি এবং বিজীত দলের পক্ষে জামরুল ২টি ও রাজু ১টি গোল করে। অপর খেলায় মসজিদপাড়া অগ্রণী সংঘ ১৫-১০ গোলে চরজোতপ্রতাপ উদয় সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা হল সোহেল ও আবুল ৪টি এবং বিজীত দলের পক্ষে জামিলুর ৪টি, সোহেল ৩টি গোল করে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …