বৃহস্পতিবার ঃঃ ১৬.০২.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগ প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলায় জয় পেয়েছে পাইওনিয়র ক্রিকেট দল। আজ তারা ৫৮-১১ গোলে নবারুন সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে উল্লে¬খযোগ্য গোলদাতারা হলেন মিঠু ১১, সজিব ৯, আজম ও রাজু প্রত্যেকে ৮টি করে, শাহানুর ও আলাল প্রত্যেকে ৫টি করে এবং বিজিত দলের পক্ষে আকাশ ৫টি, সাকিব ও ফারুক ৩টি গোল করে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …