শুক্রবার :: ০৯.০৩.২০১৮
কাজ না করে কাবিখা প্রকল্পের ৯০ মেট্রিক টন চাল আত্মসাৎ করার চেষ্টা কালে দুইজন ইউপি সদস্য ও ইন্সপেক্টর এলএসডি (শিবগঞ্জ) সহ ৩ জনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা। আজ সকাল ১১টার দিকে র্যাব এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল¬াহ আল মুরাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, র্যাবের একটি দল গতরাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আতাহার এলাকার অটো রাইস মিলে অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের ৯০ মেট্রিক টন চালসহ এ তিন জনকে আটক করে। ওই চাল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি কলেজের সামনে ব্রিকফিল্ড গুচ্ছগ্রামের উন্নয়ন কাজের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাদ্দ দিয়েছিলেন। আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও রানীহাটি কর্মকার পাড়ার স্বপন কুমারের স্ত্রী বিথী রানী, ৫ নং ওয়ার্ড সদস্য ও রানীহাটি স্কুলপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে আমিনুল এবং শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদামের ইন্সপেক্টর ও নওগাঁ জেলার বদলগাছী থানার পাকুড়া গ্রামের মৃত আস্তার আলীর ছেলে গোলাম রব্বানী। এদিকে, র্যাবের উপস্থিতি টের পেয়ে অটো রাইস মিল ও গোডাউনের মালিক চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শিবতলা গ্রামের এন্তাজ আলীর ছেলে আকবর আলী পালিয়ে যায়। এ সময় আরো জব্দ করা হয় ১টা ওজন মাপা যন্ত্র, ২টি সেলাই মেশিন, ৩টি সাদা সুতার ব্যান্ডল, শিবগঞ্জ এলএসডি অফিসের ৩ পাতা ডিও পেপার ও ৩টি মোবাইল সেট। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হযেছে, নয়ালাভাঙ্গা ইউনিয়নের পারদিয়াড় মৌজায় কাবিখা প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৯০ মেট্রিক টন চাল কোন কাজ না করে গোপনে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিক্রীর জন্য বস্তা তৈরী করা হচ্ছিল। তবে এর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ও খাদ্য পরিদর্শক গোলাম রাব্বানীর সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় বিথী রানী, আমিনুল ইসলাম ও রাইস মিলের মালিক আকবর হোসেনকেও আসামী করা হবে বলে জানা যায়।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …