
চাঁপাইনবাবগঞ্জে সবজির দাম কমবেশি অপরিবর্তিত থাকলেও রান্নাঘরের অন্যতম মসলা জিরার দাম ঊর্ধ্বমুখীই রয়েছে। আজ জেলা শহরের খাদ্যপণ্যের প্রধান বাজার নিউ মার্কেটের মুদি দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি ২৫০ গ্রাম জিরা বিক্রি হচ্ছে ৩শ টাকায়। এছাড়া খোলা আটা প্রতি কেজি ৪৪-৪৫ টাকা, বসুনধরা, ফ্রেসসহ অন্যান্য নামিদামি কোম্পানির প্যাকেটজাত আটা ৫৫ টাকা, বোতলজাত তেল প্রতি লিটার ১৮০ টাকা, খোলা চিনি প্রতি কেজি ১৩০-১৩২ টাকা, প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১৩৯ টাকা, মোটা চাল ৪৫ টাকা থেকে ৫০ টাকা, মানভেদে কোনোটা আবার ৫৫ টাকা, ২৮ চাল ৫৫-৬০ টাকা, জিরাসাইল ৭২-৭৩ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। আদার দাম কমে বিক্রি হচ্ছে ১৮০ টাকা প্রতি কেজি। এদিকে সবজি বিক্রেতা আব্দুল খালেক জানান, পটল ৩০টাকা, বেগুন ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, হাইব্রিড শশা ৬০ টাকা এবং দেশিটা ৯৫ থেকে ১শ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৩৫ টাকা, কাঁচা পেঁপে ও কলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০টাকা। অন্যদিকে মুরগি বিক্রেতা জহুরুল জানান, দেশি মুরগি পোল্ট্রি মুরগি দাম কিছুটা কমে ওজন ভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০ টাকা থেকে ১৮০ টাকা, সোনালি ২৫০-২৬০ টাকা, দেশী ৪০০ টাকা, প্যারেন্স ২৫০ টাকা থেকে ২৬০ টাকা, সাদা লেয়ার ২৬০ টাকা, লাল লেয়ার ২৮০-৩২০ টাকা, পাতি হাঁস প্রতি কেজি ৪০০ টাকা এবং রাজহাঁস বিক্রি হচ্ছে ৬০০টাকা। গরুর মাংস বিক্রেতা সেলিম জানান, গরুর মাংস মান ভেদে ৭শ টাকা থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের মধ্যে ছোট ট্যাংরা ৮শ টাকা, বাচা ৮শ টাকা, ছোট সাইজের বোয়াল ৯৬০ টাকা, ছোট রুই ৩২০ টাকা, কাতল ওজন ভেদে ৩২০-৪২০ টাকা, পাঙ্গাস ২০০-২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।