সোমবার :: ১১.০৯.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে সদর মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরমের উদ্যোগে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্য়াতন বন্ধে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে শহরের শিবতলা এলাকায় বেলতলা মসজিদ সংলগ্ন স্থানে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিঞা, সদর মডেল থানার ওসি সাবের রেজা আহমেদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসআই আইনুল হক, মুক্তিযোদ্ধা বজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন, সমাজ সেবক সেরাজুল ইসলাম মনোয়ার।