শুক্রবার ঃঃ ১৭.০২.২০১৭
চাঁপাইনবাবগঞ্জে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ডা. মেসবাহুল হক মেসবার সভাপতিত্বে, আয়োজিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী ফটিক। অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ২০১৭ সালের ক্যালে-ার উন্মেচন করেন প্রধান অতিথি মইনুদ্দীন মন্ডল। পরে ক্রেস্ট প্রদান এবং সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।