
চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসন-৩৮ চাঁপাইনবাবগঞ্জ এর সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চাঁপাইনবাবগঞ্জ-এর পরিচালক রায়হানুল ইসলাম লুনা, ল্যাব ওয়ান মেডিক্যাল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল-এর ব্যবস্থাপনা পরিচালক, মাইনুল ইসলাম (ডলার), মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেড-এর পরিচালক হারুন অর রশিদসহ অন্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘উদ্যোক্তাদের মিলনমেলা’র আয়োজক শারমিন নাহার। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, বুনন শিল্প-এর স্বত্বাধিকারী খালেদা ইসলাম। এছাড়াও অনুষ্ঠানের কো-স্পন্সার হিসেবে ছিল, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, আইটিপুর, এস কে ডেন্টাল কেয়ার, সুইটস অ্যান্ড স্পাইসি ক্যাফে, এ এস বুটিকস হাউস, ওম্যান্স গ্লামার ওয়াল্ড, কেক কুইন সুলতানা খানম ও ইমোশন ক্যাফে। অনুষ্ঠানে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পক্ষে কো-স্পন্সার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও প্রমোটিং এগ্রিকালচারাল কমার্সিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেস) প্রকল্পের ফোকাল পার্সন মু. তাকিউর রহমান।