চাঁপাইনবাবগঞ্জে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ইঁদুর নিধনঅভিযান উদযাপন হয়। এ উপলক্ষে আজ সকাল্রেজেলা প্রশাসকের কার্যালয় হতে এক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে আসলে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ইঁদুর নিধন অভিযানের স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার আতিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) রহিমা খাতুন, অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) বুলবুল আহম্মেদ,অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন। আলোচনা সভায় সভাপতি এ কে এম গালিভ খাঁন বলেন, সোনার বাংলাদেশ গড়তে সকলকে নিষ্ঠার সাথে যার যার দায়িত্ব পালন করতে হবে। ইঁদুর নিধনের পাশাপাশি খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকারের দেওয়া পদক্ষেপগুলোকে গুরুত্ব দিতে হবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top