সোমবার :: ০৯.১২.২০১৯।
‘শেখ হাসিনার উপহার,আমার বাড়ি আমার খামার, বদলাবে দিন তোমার আমার’-প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আমার বাড়ি আমার খামার প্রকল্প, চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়কারীর কার্য়ালয় সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এজেডএম নূরুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ এই প্রকল্পটির প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান। এসময় প্রশিক্ষনার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।