সোমবার::১৩.০২.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্ত:প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। আজ ক্রীড়া প্রতিযোগিতা ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, মোরগ লড়াই, ক্রিকেট বল নিক্ষেপ ও অংক দৌড় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া কর্মকর্তা আখতারুজ্জামান রেজা তালুকদার রুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের। আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, মনিটরিং কর্মকর্তা ইসাহাক আলী, প্রধান শিক্ষক মারুফুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।