চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন ও ১০ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের মামলায় আবু তাহির নামে একজনকে যাবজ্জীবন ও ১০ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে স্পেশাল ট্রাইবুনাল। আদেশে উল্লেখ করা হয়, একটি ধারায় প্রদত্ত যাবজ্জীবন কারাদন্ড ভোগের পর পৃথক আরেকটি ধারায় দেয়া ১০ বছর কারাদন্ড ধারাবাহিকভাবে ভোগ করতে হবে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে আদেশ ঘোষণা করেন। তাহির রাজশাহীর পবা থানার নওহাটা পৌর পলোপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৪ জুলাই দিবাগত রাত পৌনে ১টার দিকে শিবগঞ্জের ইসরাইল মোড়ে র‌্যাব অভিযান চালায়। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুট্যার গান, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ আটক হয় তাহির। এ ঘটনায় ওইদিনই শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাব উপ-পরিদর্শক কামরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ- পরিদর্শক সুজন কুমার ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top