মঙ্গলবার: ১৪.০১.২০২০।
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের উদ্যেগে কম্বল ও এরফান গ্রæপের উদ্যেগে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে শহরের সাধারণ পাঠাগারে প্রায় ৪শ’ মানুষের মাঝে কম্বল বিতরণ করে রেড ক্রিসেন্ট সোসাইটি। এসময় সোসাইটির ভাইস চেয়ারম্যান মনিম উদদ্দৌলা চৌধুরী, নির্বাহী সদস্য আশিক আহমেদ ফারুক, আজিমুল আহসান রিমন, যুব রেড ক্রিসেন্ট প্রধান আব্দুর রাকিবসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ বিকেলে শহরের কল্যানপুর এলাকায় আড়াইশ পিস কম্বল ও শিশুদের মাঝে ৫০ পিস সোয়েটার বিতরণ করে এরফান গ্রæপ। এসময় গ্রæপ চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি এরফান আলী, চেম্বার পরিচালক শহীদুল ইসলাম, বাহরাম আলী, এম কোরাইশি মিলুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।