
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদ অফিস হতে মল্লিকপুর ঘাট ভায়া পোলাডাঙ্গা বাজার পর্যন্ত ১ হাজার ১৯০ মিটারের একটি সড়ক উন্নয়ন ও বারোরশিয়া মোড়ে নবনির্মিত একটি যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সড়ক উন্নয়ন ও নবনির্মিত যাত্রী ছাউনির উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ৪১ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। পরে ডা. শিমুল এমপি ঘোড়াপাখিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এছাড়া সেলিমাবাদ এলাকায় উঠান বৈঠকে যোগ দেন তিনি।