চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলীতে জনসাধারণের সাথে বিজিবি মহাপরিচালকের মতবিনিময়।

বুধবার ঃঃ ২৬.০৭.২০১৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তে ‘সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিজিবির ৫৯ ব্যাটালিয়ন এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ আলী, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খানসহ বিজিবি ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রধান অতিথির বক্তব্যে বিজিবি মতবিনিময় সভায় বলেন, সামনে নির্বাচনকে ঘিরে চােরাচালানীরা গরুর সাথে অস্ত্র চোরাচালন করতে পারে। সেদিকে নজর রাখতে হবে। গরু চোরাচালন প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বিপুল পরিমান গরু পালিত হয়। ওই সব গরু তাদের দিতেই হবে। আমরাও চাই গরু আসুক। কিন্তু বাংলাদেশি রাখালরা যেন সীমান্ত অতিক্রম করে গরু আনতে না যায়। রাখালদের করিডোরের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সীমান্তে কেউ হত্যার শিকার হলে করিডোর বন্ধ করে দিব। সীমান্ত অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিবে বিজিবি পরিচালিত সীমান্ত ব্যাংক এ আশ্বাস দিয়ে বিজিবি মহা পরিচালক আরও বলেন, সরকার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ সড়ক নির্মিত হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তিনি সীমান্তে অস্ত্র, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচার বন্ধে প্রশাসনসহ সবাইকে এিেগয়ে আসার আহ্বান জানান।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …