বৃহস্পতিবার ঃঃ ১৮.০৫.২০১৭
শখের বসে র্ঝারা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে গেছিলেন শিবগঞ্জ পৌর এলাকার লাগাদপাড়া গ্রামের রবিউল ইসলাম। আজ সকালে তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার পদ্মা নদীর মোহনায় মাছ ধরা শুরু করেন তিনি। মাছ পাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন। হঠাৎ করে দুপুর দুটার দিকে তার ফেলে রাখা মাছ ধরা ফাঁদ র্ঝারায় টান দেয় ২৭ কেজি ওজনের একটি কাতল। প্রায় দুই ঘন্ঠার চেষ্টায় মাছটি উপরে টেনে তুলেন। এর প্রায় ২০ মিনিট পরে একই কায়দায় আরও একটি ১৭ কেজি ওজনের কাতল ধরা পড়ে রবিউলের র্ঝারায়। দীর্ঘক্ষন চেষ্টার পরে সেটিও উপরে উঠানো হয়। মাছ দুটি পাওয়ার পরে হইচই পড়ে যায় চার দিকে। একনজর দেখার জন্য ভীড় জমায় মানুষ। রবিউল ইসলাম জানান,শখের বসে নদীতে গিয়ে এত বড় মাছ ধরতে পারবো এটা কল্পনা ছিলননা। তিনি আরও জানান,মাছ দুটি শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ মাছ বাজারে বিক্রি করা হবে। দাম ধরা হবে প্রায় ৪০ হাজার টাকা।