চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে নাচোল পৌরসভার ৭নং ওয়ার্ডের মাস্টারপাড়া মহল্লার শ্রী রঞ্জনা রানীর বাড়ি সংলগ্ন তার নিজ দোকানঘরে।
রঞ্জনা বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাত ১০টার দিকে কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সেদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। সকালে ঘুম থেকে উঠে দোকানে গিয়ে দেখি অগ্নিকাণ্ডে সকল মালামাল পুড়ে গেছে।
শ্রী রঞ্জনা রানী অসচ্ছল পরিবারের একজন সদস্য। তার জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল এই কাপড়ের দোকানসহ সেলাইমেশিন।
রঞ্জনা জানান, তিনি ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ নিয়ে এ দোকান শুরু করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় তার দোকানের প্রায় ৫০ হাজার টাকার থান কাপড় ও ছেলেমেয়েদের তৈরি পোশাক, দুটি সেলাইমেশিন, একটি বাইসাইকেল এবং একটি স্টিলের আলমিরাসহ সবকিছুই পুড়ে গেছে।
শনিবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রঞ্জনা রানীর দোকান পরিদর্শন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, ব্যবসায়ী তুষারসহ স্থানীয়রা।
প্রাথমিকভাবে সকলের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top