চাঁপাইনবাবগঞ্জের নতুনপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন মসজিদের দোতলায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (২০) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার অনুপনগর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের নতুনপাড়া জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজমিস্ত্রী একই গ্রামের মো. দুরুল হুদার ছেলে।
নিহতের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের দ্বিতীয় তলা নির্মাণের কাজ চলছে। সেখানে কাজ করছিলেন রাসেল। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আহত অবস্থায় রাসেলকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Scroll to Top