সোমবার :: ১৯.০৩.২০১৮
জেলা সদর থানার কালীনগর গ্রামের বাঁশ ঝাড়ের ভিতর অভিযান পরিচালনা করে জারিকেন ভর্তি ৫ লিটারসহ আরো ৭৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব-৫। এ ঘটনায় ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলো কালীনগর গ্রামের মৃত ইমরানের ছেলে হুমায়ন ও রামচন্দ্রপুরহাটের আলমের ছেলে সোহেল রানা। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে দিবাগত রাতে ঐ এলাকায় অভিযান চালিয়ে ৫ লিটারসহ আরো ৭৭ বোতল বিদেশী মদ, ১ টি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোনসহ হুমায়ন ও সোহেল রান কে আটক করা হয়।