চাঁপাইনবাবগঞ্জের অপহৃত শিশু খুলনা থেকে উদ্ধার

সোমবার :: ১৬.০৪.২০১৮

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১২ বছরের শিশু শিল্পী খাতুনকে উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। আজ দুপুরে খুলনা জেলার লবণচোরা থানার মোহাম্মাদপুর আলুতোলা গ্রাম থেকে, শিশু অপহরণকারী ইমনসহ শিশু শিল্পীকে খুলনা ফুলতোলা থানার সহোযোগীতায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। এসআই নজরুল ইসলাম জানান, গতকাল ভোররাতে সদর মডেল থানার ওসি মুনজুর রহমান এর নির্দেশে ও ওসি তদন্ত আতিকুল ইসলাম ও ওসি অপারেশন ইদ্রিশ আলীর সহযোগীতায় এ অভিযান পরিচালিত হয়। অপহরণের বিষয়ে এস আই নজরুল ইসলাম বলেন অপহরণকারীর অস্থায়ী বাসা ও অপহৃত শিল্পী খাতুন উভয়ের বাসা পৌরসভার রেলবাগানে। শিল্পীকে প্রেমের ফাঁদে ফেলে লোকমান আলীর ছেলে ইমন গত ৯ মার্চ খুলনা নিয়ে চলে যায়। খুলনায় বাসা ভাড়া করে বসবাস করছিলেন তাঁরা। তারা বিয়ে করার চেষ্টা করে কিন্তু শিল্পীর বিয়ের বয়স না হওয়ায় ইমনের প্রচেষ্টা ব্যর্থ হয়। এ ব্যাপারে আগেই সদর মডেল থানায় অপহরণ মামলা করা হয়েছিল। আসামী ইমনকে আটকের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি তদন্ত আতিকুল ইসলাম।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …