শুক্রবার :: ১৭.০১.২০২০।
চাঁপাইনবাবগঞ্জে সংবাদপত্রের অন্যতম এজেন্ট আব্দুল জব্বারের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল ৯টায় শহরের নামোরাজরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজের পর সংলগ্ন গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে গতকাল দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে,২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল জব্বার শহরের নামোরাজারামপুর উপরপাড়া গ্রামের আবুল হায়াতের ছেলে। বর্তমানে তিনি শহরের পাঠানপাড়া মহল্লায় বাড়ি করে বসবাস করতেন। আব্দুল জব্বার অন্তত: ৩৫ বছর যাবৎ সংবাদপত্র জগতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন মরহুমের ছোট ভাই ও চাঁপাইনবাবগঞ্জের অপর সংবাদপত্র এজেন্ট আব্দুল কাদের ও ভাগিনা ইসমাইল হোসেন। আব্দুল জব্বারের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেছেন ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।