
চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত ৩৭৬ মেট্রিক টন আম বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। এর মধ্যে মধ্যে খিরসাপাত ৫৩.৪ মেট্রিক টন, ল্যাংড়া ১৩.৫ মেট্রিক টন., হাঁড়িভাংগা ৩১.৬০ মেট্রিক টন, বোম্বাই ১ মেট্রিক টন, আম্রপালি ১৩৮.৬০ মেট্রিক টন, কহিতুর ০.৫ মেট্রিক টন, লক্ষণভোগ ০.৫ মেট্রিক টন, বারি-৪ ৮.৫ মেট্রিক টন, ফজলি ৪৫ মেট্রিক টন, ব্যানানা ৭ মেট্রিক টন, গৌড়মতি ২৯.৯ মেট্রিক টন, কাটিমন ৪৬.৫ মেট্রিক টন রপ্তানি হয়েছে।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫৮৮ হেক্টর জমিতে আমচাষ হয়েছে। এর বিপরীতে উৎপাদন হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৬২৫ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার এই তথ্য নিশ্চিত করে জানান, এবছর কাতার, দুবাই, কুয়েত, ইংল্যান্ড, জার্মানি, ইটালিসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে আম রপ্তানি করা হয়েছে। রপ্তানিকারকদের মধ্যে রয়েছেন নাচোলের রফিকুল ইসলাম, মতিউর রহমান ও বদরুদ্দৌজা এবং শিবগঞ্জের আহসান হাবিব ও ইসমাইল খান শামীম।
নাচোল উপজেলার ফার্মি অ্যাগ্রোর রফিকুল ইসলাম জানান, সুইডেন, সুইজারল্যান্ড ও স্পেনের বাজারে আ¤্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও ব্যানানা আম রপ্তানি করেছেন। এর মধ্যে সুইজারল্যান্ডের বাজারটি আন্তর্জাতিক ফলবাজার এবং সুইডেন ও স্পেনের বাজার ছিল বাঙালিদের বাজার।