রবিবার ঃঃ ১৫.০১.২০১৭
চলতি ২০১৬-১৭ অর্থ বছরে ২৭ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী তার মন্ত্রণালয়ের চলতি বছরের পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, রেমিট্যান্স, প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস বিষয়ে কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দেশে অনেক বেকার আছে, এদের প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি বছর শেষে ৭ লাখ মানুষ দেশের বাইরে যাবে বলেও জানান মন্ত্রী।