বুধবারঃ ০৯.০৮.২০১৭
“চলচিত্রে সংগীত” বিষায়ক লেকচার ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুল ইসলাম, সহকারী কমিশনার নয়ন কুমার রাজবংসী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম ফারুক মিথুন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারুক ফয়সালসহ অন্যান্যরা। চাঁপাইনবাবগঞ্জ ফিল্ম সোসাইটির এই প্রদর্শনী আয়োজনে “হিরক রাজার দেশে” সিনেমোটি প্রর্দশন করা হয়। এতে অংশ নেয় উদীচি শিল্পীগোষ্ঠী, মহানন্দা উত্তরায়ন শিশু পরিবার ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ।