চরবাগডাঙ্গায় গ্রামীণ সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন।

সোমবার::১৩.০২.২০১৭

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ব্যাংকডোবা কোঠাপাড়া গাফ্ফার মাস্টারের বাড়ি পার্শে¦ ৫০ ফুট দৈর্ঘ্যরে সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থানপন করা হয়েছে। আজ এই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। সেতুটি নির্মাণে চুক্তিমূল্য ধরা হয়েছে ৩৮ লাখ ৮৯ হাজার ৭৭৫ টাকা। সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ উপলক্ষে স্থানীয়ভাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তভ্য দেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা সোহরাব আলী, সুন্দপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ অন্যান্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …