শুক্রবার :: ১৬.০৩.১৮
সদর উপজেলার চরইসলামাবাদ চড়ি এলাকায় আজ দুপুরে অভিযান চালিয়ে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত হেরোইন ব্যবসায়ী সদর উপজেলার সাম মাহামুদের টোলা ঝাইপাড়ার হাজি বেলাল উদ্দিনের ছেলে আলমগীর ওরেফে আলম। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর-ইসলামপুর এলাকা থেকে স্কোয়াড্রন লিডার মো মুরাদ ও এএসপি আজমলের নেতৃত্বে অভিযান চালিয়ে আলমকে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে আলম হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।