চরইসলামাবাদ চড়ি এলাকায় ১ মাদক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫

শুক্রবার :: ১৬.০৩.১৮

সদর উপজেলার চরইসলামাবাদ চড়ি এলাকায় আজ দুপুরে অভিযান চালিয়ে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত হেরোইন ব্যবসায়ী সদর উপজেলার সাম মাহামুদের টোলা ঝাইপাড়ার হাজি বেলাল উদ্দিনের ছেলে আলমগীর ওরেফে আলম। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর-ইসলামপুর এলাকা থেকে স্কোয়াড্রন লিডার মো মুরাদ ও এএসপি আজমলের নেতৃত্বে অভিযান চালিয়ে আলমকে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে আলম হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …