শনিবার ঃঃ ০৫.০৮.২০১৭
৪শ’ ১৬ জন হজ যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। গতকাল রাত ১২টায় প্রথম ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করে। এর আগে বিমানবন্দরের সম্মেলন কক্ষে হজযাত্রা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি সাংবাদিকদের জানান, চট্টগ্রাম থেকে ১৪ হাজার ৭শ’ জন হজযাত্রী নিয়ে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ৩৭ হাজার মুসল্লি মক্কায় পৌঁছেছেন। ২৬ আগস্ট পর্যন্ত হজযাত্রী পরিবহন করা হবে। অন্যদিকে ফিরতি ফ্লাইট চালু হবে ৬ সেপ্টেম্বর।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …