বুধবার :: ১৪.০২.২০১৮
সদর উপজেলার বালিয়াডাঙ্গা উইনিয়নে চকঝগড়– উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে বয়েজ ভিত্তিক অনুর্ধ ১৬ ফুটবল চ্যাম্পিয়র লীগ ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। জামবাড়িয়ার এফসিবি এর ব্যবস্থাপনায় এফসিবির সভাপতি আশিফ উদ-দৌলা টনি এই খেলার উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন এফসিবির সদস্য জাব্বার আহম্মেদ ও লাল চাঁন আলী। আজকের উদ্বোধনী খেলার ১ম ম্যাচে গোহালবাড়ি ফুটবল দল ২-০ গোলে নসিপুর ফুটবলকে পরাজিত করে। দলের পক্ষে গোল দুটি করে মেহেদী ও সাকিব। অন্যদিকে, ২য় ম্যাচে চকঝগড়– ফুটবল দল ৪-০ গোলে গোরক্ষনাথপুর ফুটবল দলকে পরাজিত করে। দলের পক্ষে রিফাত ৩ টি ও খুরশেদ ১ টি গোল করে। ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেন আবুল হাসনাত।