ঘূর্ণিঝড় সহনশীল নতুন সেল্টার নির্মাণে ভারতের সহযোগিতা চেয়েছেন ত্রাণমন্ত্রী

রবিবার :: ০৪.০৩.২০১৮

ঘূর্ণিঝড় সহনশীল নতুন সেল্টার নির্মাণে ভারতের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। আজ সচিবালয়ের ত্রাণমন্ত্রীর কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী তাকে এই সহযোগিতার কথা জানান। মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের মৌসুম আগত। ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রথমদিকে নির্মিত ও পাহাড়ের ঢালে নির্মিত সেল্টারগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এ জন্য প্রায় ২৫ হাজার পরিবার অন্যত্র সরিয়ে নেয়া প্রয়োজন, দরকার নতুন সেল্টার নির্মাণের।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …