রবিবার :: ০৮.১০.২০১৭
পশ্চিম আফ্রিকার দেশ ঘানার একটি জ্বালানি ডিপোতে প্রচ- বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। গতকাল রাজধানী আক্রার উত্তর-পূর্বে অ্যাটমিক জাংশন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রাকৃতিক গ্যাসের একটি ডিপোতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তথ্যমন্ত্রী কজো অপং এনক্রমাহ একটি স্থানীয় রেডিও চ্যানেলকে বলেছেন, ‘ দুর্ভাগ্যজনকভাবে হতাহতের ঘটনা ঘটেছে। আমরা তাদের সংখ্যা নিরুপনের চেষ্টা করছি। আল-জাজিরা অনলাইন জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন জিওআইএলের তরল প্রাকৃতিক গ্যাসের ওই পেট্রোল স্টেশনে বিস্ফোরণের মাত্রা এতোটা তীব্র ছিল যে আকাশে আগুনের কু-ের সৃষ্টি হয়। এ ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। রাজধানীর ব্যস্ততম এলাকায় এই বিস্ফোরণের কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।