ঘরে বসেই টাকা পাবেন পেনশনভোগীরা।

শুক্রবার ঃঃ ১৬.০৬.২০১৭
চলতি বছরের সেপ্টেম্বর থেকে অবসরপ্রাপ্ত সাড়ে ৬ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ঘরে বসেই পেনশনের টাকা পাবেন। এ লক্ষ্যে কাজ করছে সরকার। এর ফলে পেনশন ভোগীদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা জানা গেছে, পেনশন বাবদ বরাদ্দ বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে না রেখে অর্থ বিভাগের অনুকূলে নিয়ে আসা হচ্ছে। এ লক্ষ্যে আলাদা একটি পেনশন অফিস করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। পেনশন সুবিধাভোগীরা যেকোনো শাখার হিসাব নম্বর দিতে পারবেন। এ ছাড়া যাদের ব্যাংক হিসাব নেই তারা মোবাইল ব্যাংকিং হিসাবেও পেনশনের টাকা নিতে পারবেন। অর্থাৎ ঘরে বসেই তারা পেনশনের আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ উপলক্ষে পেনশনার ডাটাবেজে এখন পর্যন্ত ৬ লাখ ২৯ হাজার ৫৯৯ জনের নাম নিবন্ধন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল পেনশনভোগীদেরকে এ সুবিধার আওতায় আনা হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …