বৃহস্পতিবার ঃঃ ০৪.০৫.২০১৭
বাংলাদেশে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখায় সম্মানজনক ‘গ্লোবাল মোবাইলগভ অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ’। যুক্তরাজ্যের ব্রাইটনে ৭ থেকে ৯ মে তিন দিনব্যাপী সামিট অনুষ্ঠিত হবে। সেখানে মোবাইল গভর্নমেন্ট ওয়ার্ল্ড সামিট-২০১৭ এর বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কৃত করা হবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। চূড়ান্ত পর্যায়ে অ্যাওয়ার্ডের বাছাইকৃত তালিকায় বাংলাদেশসহ ১১টি দেশের মোট ১৩টি প্রকল্প রয়েছে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …