গোহালবাড়ি সরকারি প্রাথমিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোবরাতলায় গোহাল বাড়ি সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মো. আবু সালেহ আল হাম্মাদ। অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকবৃন্দ জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ফরিদা ইয়াসমিন, মো. কাউসার আহমদ, মোসা. মুস্তারিন, মোসা. নাসরিনসহ অন্যরা। শেষে যেমনখুশি তেমন সাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …