বৃহস্পতিবার::২৯:০৬:২০১৭
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা ও বিভিষন সীমান্তে অবৈধভাবে ভারতে গরু আনতে যাওয়ার অভিযোগে ১৭ জন বাংলাদেশী গরু রাখালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। ১৬ বিজিবি’র বিভিষন কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, বিজিবি’র পৃথক ২টি টহল দল চাড়ালডাঙ্গা ও বিভিষন সীমান্তে সিংগাবাদ পাথার ও বড় বিল এলাকা দিয়ে ভারত থেকে ফেরার পথে তাদের আটক করা হয়। আটককৃতদের আজ দুপুরে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এস এম জাকারিয়া জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর গ্রামে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ঝড়-বৃষ্টির সময় ওই গ্রামে সানাউল্লাহ’র ১০ বছরের শিশু কন্যা সাথী বজ্রপাতে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।