বৃহস্পতিবার ঃঃ ১৮.০৫.২০১৭
গোমস্তাপুর উপজেলার রামদাসপুর ও চাড়ালডাঙ্গা সীমান্তে বিপুল পরিামান ভারতীয় কাপড় আটক করেছে বিজিবি। গতরাতে ও আজ দুপুরে পৃথক পৃথকভাবে তা আটক করা হয়। আটককৃত কাপড়ের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। ১৬, বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মাহমুদ হোসেন জানান, গতকাল রামদাসপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার বিল্লাল হোসেনের নেতৃত্বে, বিজিবি’র একটি টহল দল রামদাসপুর সীমান্তের বড় বিল এলাকায় একটি পাওয়ার টিলারে তল্লাসী চালিয়ে কাপড়গুলো আটক করে। এ সময় চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়। এদিকে, আজ দুপুরে চাড়ালডাঙ্গা সীমান্তের বিলাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় চোরাচালানীরা বিপুল পরিমান কাপড় ফেলে পালিয়ে যায়। আটককৃত কাপড়ের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, থ্রি পিস, শার্ট ও প্যান্ট পিস। কাপড়ের পরিমান বেশী হওয়ায় জব্দ তালিকা তৈরীতে সময় লাগছে বলে বিজিবি জানিয়েছে।