মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি। গতকাল ১৬, বিজিবির পক্ষ থেকে উপজেলার ২টি কোম্পানীর অন্তর্গত ৫টি বিওপির বিপরীতে বিএসএফের ১০টি বিওপিতে এ মিষ্টি উপহার দেয়া হয়। ১৬ বিজিবির রহনপুর কোম্পানীর অধিন রামদাসপুর ও বাংগাবাড়ী বিওপির বিপরীতে ৩টি বিএসএফ ক্যাম্পে এবং বিভিষন কোম্পানীর অধিন চাড়ালডাংগা ও রোকনপুর বিওপির বিপরীতে বিএসএফের ৭টি ক্যাম্পে তাদের কমান্ডারদের হাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপহার হিসেবে এ মিষ্টি তুলে দেয়া হয়। এ সময় বিজিবি’র সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন। দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে এ উপহার বিনিময়কে স্বাগত জানিয়েছেন সীমান্তে বসবাস করা জনসাধারন।