গোমস্তাপুর ইন্টার স্কুল ১ম খেলায় নিমতলা কাঁঠাল দাখিল মাদ্রাসা ২য় খেলায় বালুগ্রাম মাদ্রাসার জয়।

রবিবার ঃঃ ২৩.০৭.২০১৭
গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ইন্টার স্কুল ১ম খেলায় নিমতলা কাঁঠাল দাখিল মাদ্রাসা ১-০ গোলে হোগলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। মাদ্রাসা দলের পক্ষে একমাত্র গোলটি করে সাইফুল। অন্যদিকে, ২য় খেলায় বালুগ্রাম মাদ্রাসা নয়াদিয়ারী উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত করে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …