গোমস্তাপুরে ৭২ জন ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন বিনামূল্যে টেউটিন ও নগদ অর্থ

গোমস্তাপুরে ৭২ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এইগুলোও বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান প্রধান অতিথি থেকে এই সামগ্রীগুলো বিতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সুবিধাভোগী রেজাউল। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অগ্নিকান্ড/ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গোমস্তাপুর উপজেলার ৭২ পরিবার ও প্রতিষ্ঠানকে ১২০ বান্ডিল টেউটিন ও তিন হাজার টাকা চেক তুলে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top