গোমস্তাপুরে ২৭ কেজি মাগুর মাছ জব্দ, একজনকে অর্থদন্ড

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দু’টি মাছ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ওই সময় ২৭ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এছাড়া মাছ বিক্রির অপরাধে একজনকে অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় দুটি মাদ্রাসায় বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন বলেন, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষে নিরুৎসাহিত করার জন্য রহনপুর বড়বাজার ও স্টেশন বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করা হয়। ওই সময় নিষিদ্ধ এই মাছ বিপননের অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারায় একজন মাছ বিক্রেতাকে এক হাজার টাকা অর্থদ- দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমা খাতুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top