
গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দু’টি মাছ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ওই সময় ২৭ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এছাড়া মাছ বিক্রির অপরাধে একজনকে অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় দুটি মাদ্রাসায় বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন বলেন, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষে নিরুৎসাহিত করার জন্য রহনপুর বড়বাজার ও স্টেশন বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করা হয়। ওই সময় নিষিদ্ধ এই মাছ বিপননের অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারায় একজন মাছ বিক্রেতাকে এক হাজার টাকা অর্থদ- দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমা খাতুন।